বেড়াল থেকে রুমাল
অরুণ কারফা
ছিল বেড়াল, হয়ে গেল রুমাল!
আর আশ্চর্য হই না কেউ এতে।
যেমন নদীর ঢেউ বিলম্বেতে হয়ে বিলুপ্ত
প্রথমে হল জলাধার বিস্তৃত , তারপর জলাজমি হয়ে গিয়ে শেষে
উঁচু উঁচু হল ইমারত অতঃপর, আকাশকে ভালবেসে।
তখন জেলেরা আসত ছোট ছোট দল বেঁধে নানান রকম মাছ ধরে আর বিক্রি করে খেতে
এখন জেলেনীরা যায় গতর খাটিয়ে সেই সব লোকের বাড়ি রান্না করে পেট চালাতে।
এরকমই কত খেলার মাঠ স্থপতিরা বেঁধে আঁটঘাট
বাসস্থান করে চুকিয়ে দিল ছেলেদের খেলার পাঠ সময়ের সাথে সাথে।
ছিল বেড়াল, হয়ে গেল রুমাল
খুব একটা আশ্চর্য হই না আর কেউ তাই এতে
এটা এখন অতি সূক্ষ্ম চাল সুযোগ সন্ধানীর দল বিশাল
সারাক্ষণ আছে ওৎ পেতে।