দুর্দিনের চাঁদ
অরুণ কারফা
মনে প্রাণে চাই
ভালবাসা হোক আভ্যন্তরীণ, সার্বজনীন নয়, অন্তর থেকে অনুভূত
ক্রমাগত নিসৃত ঠাণ্ডা লাভার মত স্বতঃস্ফূর্ত ভাবে স্বতঃপ্রণোদিত এবং নিবেদিত
যেমন মধ্যাহ্নের চাঁদ থাকলেও আকাশে সুপ্রতিষ্ঠিত
অরুণ তার তীব্র আলোর তীক্ষ্ণতা দিয়ে
সযত্নে ফুটিয়ে তুলতে চাইলেও তাকে
করুণ ভাবে ব্যর্থ হয় প্রতি নিয়ত , অবশ্যই ভালবেসে
তবু, সঠিক জন দেখে তাকে দিনের আলোকে দিব্য চোখে জলবৎ তরলম অনায়াসে,
হয় উল্লসিত।
নিন্দুক অবশ্যই বলবে তবে
লুকিয়ে তাকে রাখবে কীভাবে ,
অন্ধকারে শুক্লপক্ষের অবসানে
প্রবাহিত বন্যার শুভ্র জ্যোৎস্না
ভাসায় যখন প্রেমের ভূবন আপন মনে
আর, উপেক্ষা করে অজান্তে তারে তুমি থাকো অভিসারে মগন সেখানে ।।