স্বাধীন নাগরিক
অরুণ কারফা
তাল তমাল, ঝোপ জঞ্জাল সাফ করিয়ে
মনের ভিতর শিকড় গেড়ে বসে থাকা
কোমল মনের বন ফুলের গন্ধ মাখা
স্মৃতির বাঁধন উপড়ে দিয়ে ,
স্বপ্নের বাগানকে গোলাপ দিয়ে সাজিয়ে রাণী
এখন আমি স্বাধীনতাকামী....
স্বাধীনতার চেয়ে কোনো কিছুই যে নয় দামী
একথা তবুও বলতে হয় আমায়, কথায় কথায় উঁচু গলায়
এই ভাবেই আজ কাটছে সময় ।
সুখস্বপ্ন দুর্দিনে বেচে দুঃস্বপ্নে নিতান্ত বেঁচে
ভোগ করি ফুরফুরে জীবন অন্যের সুরে....
গেয়ে তালে, ছন্দে নেচে, ছোট্ট পরিসরে ঘুরে
এই হল আমার প্রকৃতির পরিচয়।
স্বাদ আহ্ললাদ থাকলেও নিখাদ পুরোপুরি সব দিয়ে বাদ
অলৌকিকতার কোলে, বেশ আছি ঢলে পরকালের দিকে মনোনিবেশ করে
... শোষণ হতে মুক্তি পেতে পরলোকে জন্মাই যাতে...
দোর্দণ্ড শোষকের ভূমিকায়
আজ সমাজের চাল চরিত্র বোধহয়
না চাইলেও এমনটাই কয়।