ভালবাসার ঘ্রাণ
অরুণ কারফা
যখন, মরুর ঝড়ের অত্যাচারে সবাই ত্রাহি ত্রাহি ক'রে হন্যে হয়ে খুঁজছিল শান্ত শীতল মরুদ্যান
ঠিক তখন, সোনালী বালুর তুলতুলে ঢেউ
তুলে মনে এস'ছিল কেউ
দিনের বেলায় বইয়ে দিয়ে মধুর জ্যোৎস্নার স্নিগ্ধ বান।
তার সে নরম স্নিগ্ধ হাসি
কোত্থেকে হঠাৎ আসি
এমন মোহাচ্ছন্য করল যে,
কৃতজ্ঞ চিত্তে বলতে হচ্ছে, মরুকেও মনে হল মেরূ, না থাকলেও ছায়া তরু
তপ্ত রোদ্দুর না ছড়ালেও রজনীগন্ধার ভালবাসার ঘ্রাণ।