পরিত্যক্ত প্রেমী
অরুণ কারফা
নাম জানা নাই তবুও জানি
এমনও কিছু আছে পাখি
ডানা নাই যারা তবুও সুখী, সুন্দর এই ধরাধামে।
সুখ যে কেবল মেলে দেয় পাখা যখন চলে জীবনের চাকা বিনা বিভ্রমে,
নেই যখন ঝুঁকি নেইকো ব্যথা
বিপদ তেড়ে আসার কথা
তেমন তো হয় না চলার পথে কোনো ক্রমে ।
ডানা ভাঙ্গা পাখির দেখলে দশা,
ভাল ভাবে বেঁচে থাকার আশা
হারিয়ে ফেলে লড়াই করার ভরসা
টানাটানি হলে মানুষে যমে,
তখন মনে হয়, না থাকলেই বোধহয়
ভাল হত ঐ সুডোল ডানাদ্বয়
অন্যভাবে হত জীবন সংগ্রাম করে পুরোদমে।