চরণ চিহ্ন
অরুণ কারফা
তার কথা বাতুলতা....
যত কম বলা যায় তত ভালো - শঙ্খচিলের মত এসেছিল ;
এক আকাশ ভালবাসা দেবে বলে
কথা দিয়ে,
একরাশ অন্ধকারের ভিড়ে গেল মিলিয়ে,
বাঁকা পথে কালো রথে
যেন এক চিলতে ফিতে
////বিদ্যুৎ চমকিয়ে////
চলে গেলেও এমন লোকে পরলোকে
-হয়ে গেলেও পরিণত দেহ লাশে-
ঘুণাক্ষরেও ওঠে না ঝড় বাতাসে,
নড়ে নাকো ডালপালা, সবই যেন বোবা কালা,
পড়ে না একফোঁটা জল
করেও না পাখি কোলাহল ;
ঠিক, তখনই
যায় বোঝা কার ঘাড়ে কে বোঝা,
কে নয় অপরিহার্য,,,,,
যদি না করে থাকে সে
সর্বহারার উদ্দেশে
সমাজ সেবার মত কার্য।