দুঃখ বিলাস
অরুণ কারফা
দুঃখের কথা বললে আসে চোখে জল
যদিও যে আছে সুখে, সমস্যা নেই আগে পিছে, কথা বলার অথবা চলার বাঁকে বাঁকে
বলাই বাহুল্য , তার কাছে তা শুধুই ছল।
কিন্তু, যার আছে দুঃখ সে'ই জানে,
প্রয়োজনে কী পরিমাণে শক্তি এনে ,
দুঃখই আবার জোগায় বল।
দুঃখ থাকলে লুকিয়ে মনে,
তবেই পেখম তুলে বনে, নাচলে ময়ূর নিরজনে
কষ্ট ভুলে ন্যুব্জ প্রাণ
চেনা ধুনে তোলে তান।
দুঃখ থাকলেই সময় থাকতে প্রিয়জনকে পারবে জানতে;
তবে সাবধান, তার দৌলতেই
কুমীরাশ্রু চোখে এনে পিছন থেকে ছোরা টেনে
করছেও কোতল কতজনে নির্বিঘ্নে কতজনকে
প্রতিশ্রুতি দিয়ে নকল
টুকরো করে খান খান। ।