আজগুবি সব কল্পনা
অরুণ কারফা

পারছিলাম না ঠিক করতে,
সে এলে
কী বলে তাকে ডাকব তা'লে...

অগ্নিবীণা , অগ্নিকণ্যা
                             নাকি বাড়াবাড়ি ছেড়ে সরাসরি
                   স্ফুলিঙ্গের অগ্নিকণা...
,,, এ নিয়ে দ্বন্দ্ব
            মনের কোণে
তৈরি করছিল
                                        বিড়ম্বনা।

সমাজের কোলে আজ আসলে
নেই এদের কোনো অস্তিত্ব,,,,,,,
       মানবতা ছেড়ে ইঁদুর দৌড়ে
উঠে পড়ে এমন করে
           মুখের গ্রাস পরের কেড়ে  
নিতে সবাই যেভাবে ব্যস্ত,
      তাত আর, প্রতিবাদ উঠে কীভাবে
জাগিয়ে তুলবে মনুষ্যত্ব
এ কথাও কি ভাবতে পারব না ?

এই মুহূর্তে তাই সবিনয়ে জানাই
                           এগুলো নানান সম্ভাবনা দিয়ে গড়া
আজগুবি সব পরিকল্পনা।