নাড়ির টান
অরুণ কারফা
আচ্ছা, আঁধারেই কেন ওঠে চাঁদ!
হয়ত যথারীতি,
প্রেম পরিণয় পায় পরিণতি জ্যোৎস্না ছড়ালে মধুর জ্যোতি
নয়ত , সেভাবে বলতে গেলে
অন্ধকারের জালের আড়ালে
শশী পাতে তার, কারুকার্য খচিত মশীর ফাঁদ!
এ এক আন্তর্জাতিক চক্রান্ত..
প্রাণ হলে ওষ্ঠাগত, এর থেকে বাঁচতে হলে
চলতে হবে সমান তালে, সূর্যের সঙ্গে পা মিলিয়ে সে যেদিকে যাচ্ছে ঢলে
কিন্তু তাতে বাড়লেও রাতে ভূগোল সম্বন্ধীয় জ্ঞান
জানবে না নারীর নাড়ির টান।