মন ছাড়া মনকাড়া মন
অরুণ কারফা
মনুষ্যত্ব ছাড়া মন দেখতে এত
হয়েছি অভ্যস্ত
প্রতি নিয়ত আমরা যে
-মনকাড়া মনে হয় তাকেই আজকে যা দেখতে পাই উন্মুক্ত চোখে অতি সহজে।
দরদী মন দেখলে এখন শঙ্কিত হই এতই ভীষণ
মনে হয় তখন
-এ আবার কোন পাকা অভিনয় -
এটাই কি তবে প্রকৃত সত্য!
ভিটে বাড়ি যা আছে সম্বল
যৎ তাড়াতাড়ি গুটোই মঙ্গল
নৈ'লে কখন হয় সব করাত্ত ।
বিড়ম্বনা কী আর সাধ করে হয়?
কারো বহির্দর্শন
বোঝাতে পারে না, আছে কিনা মন
কিন্তু, কী আশ্চর্য!
প্রাণীর না থাকলে প্রাণ
মৃত হলে সে, নিজেই দেয় প্রমাণ।