ব্যর্থ বিপ্লব
অরুণ কারফা

তাদের কথা আগে বলি দেশের জন্য জলাঞ্জলি
দিয়ে যাদের অমূল্য প্রাণ পায়নি অতুল্য মান,
            হ্যাঁ, হ্যাঁ, ওদের কথাও বলব পরে
            যাদের বক্তৃতার ঝড়ে
            স্বাধীন দেশ গড়ার জ্বরে
ভুগতে ভুগতে বদ্ধ কারায়, সবকিছু হারিয়ে হেলায়
জীবন দিয়ে তারা বিসর্জন
মৃত্যুর সাথে করমর্দন, করে আত্মত্যাগের ফলে
তরতাজা প্রাণ দিলো অকালে ।

আর ওদের কথা!
বুকের মাঝে বিজলী চমকায়,
আকাশ থেকে বৃষ্টি পড়ায়
নদীর বুক তাকে ধরে ঢেউয়ের পর ঢেউ তুলে
প্লাবিত করে দুকূলে  
বন্যা এনে স্মরণ করায়
বেনো জল না রুখতে পারলে মতাদর্শে মরচে ধরলে
উদ্দেশ্য ওদের সাফল্য পায়।