ব্যর্থ ঝড়
অরুণ কারফা
18.03.2023

ঝড় থেমে গেল
ফাগুনেও উঠে ঝড়;

           সুরের ছোঁয়ার আশায় বাগে
           কাল বৈশাখী আসার আগে
           গড়তে প্রেমের ঘর।

জানতেম না মনের ভুলে
আগুন না পলাশ ছুঁলে
    .... প্রেমের লহর ওঠেনা দুলে....
বসন্তে সচরাচর।