সত্ত্বহারা সত্ত্বাহারা
অরুণ কারফা


মনোবাঞ্ছা পূর্ণ হবার আগেই  
                জগৎ দেখার;
একটা ক্ষুদ্র নদীর রুদ্র রূপ দেখে,
নীল সমুদ্র কাছে ডেকে, কোলে  তুলে নিয়ে তাকে ;
.... খর্ব করল স্বাধীন ভাবে চলার অধিকার ...      
            গল্পটা শুরু হল এবার।।।।।।


ছটফট করে সেই আদুরে নামতে চাইলে বারে বারে
এত বিরক্ত হল সাগর যে
শুরু করল তর্জন গর্জন
আর, ঘনঘন তিরস্কার ।

কিন্তু, হিতে বিপরীত হল তাতে ;
           এতদিন যারা সাগরের সাথে
ভেবেছিল মিশে উঁচুজাতে
পাবে সমান ভাগ বখরা ,
এবার বুঝতে পারল তারা,
           সর্বস্ব হারিয়ে সর্বগ্রাসী হয়ে,
আর হয়ে গিয়ে সত্ত্বা হারা,
তারাও হল দাগী লুঠেরা।