পরকীয়া
অরুণ কারফা
এ কী দেখি!
দুটো গাছ থেকেও পাশাপাশি তবু
একে অন্যের প্রতি বিমুখ,
আপাত দৃষ্টিতে হলেও মনে বেশি আলো দেখা যায় অন্য পানে,
এ যেন, প্রেম করে ভালবেসে আঁকড়ে ধরে তবুও শেষে
ভিতরে ভিতরে তবু মনে হয়
এ প্রণয় যথেষ্ট নয়
তাই খুঁজতে হবে অন্যত্র সুখ।
এর পিছনে আসলে ধারণা ;
এ ভালবাসা নেহাতই মেকি
সঙ্গী তাকে দিচ্ছে ফাঁকি
কেড়ে নিয়ে বাঁচার গুরুত্বপূর্ণ আদিত্য প্রদত্ত রৌদ্র রসদ ;
যখন কিনা সত্যি ঘটনা
ঐটুকু আলোর ভাগাভাগি বিনা
কারুর পক্ষে টিকে থেকে বাকি জীবনটায় শাখা প্রশাখায় এঁকে বেঁকে
বেড়ে উঠে ফুল ফল ইত্যাদি দিয়ে
অসম্ভব, বাড়ানো ধরায় সম্পদ।