শাপমোচন
অরুণ কারফা

কেউ অহংকারীকে অভিশাপ দিয়ে
পাহাড় বানিয়েছিল ঘুম পাড়িয়ে,
তাই নীল পরী আর পারে না উড়তে
পারে না ছুঁতে আকাশ উঁচুতে
মনের সুখে ডানা মেলে দিয়ে,
সুযোগ বুঝে কুয়াশা এসে আচম্বিতে সাম্রাজ্য পেতে
জাঁকিয়ে বসে রাজত্ব করে নীল পাহাড়ের নির্জন দেশে।

তবে, শিমুল গাছের ঝকঝকে লাল
টকটকে ফুলের নরম স্বভাবের গুচ্ছ গুলো
বুঝতে পেরে পরীর মনের  দগদগে ফুলো,
খোপার বাঁধন উপেক্ষা করে
অনেক যত্নে লালন করে
রাশি রাশি তুলোর গোছা দেয় ছেড়ে  
ঘুর্ণি হাওয়ার তুলতুলে কোলে;
যাতে, তারা জলদ হয়ে শাপমুক্তির আশায়  
পরশ বুলায় অপেক্ষারত অভিশপ্ত পরীর পোড়া কপালে।