অজুহাত
অরুণ কারফা

কথা দিয়ে মেঘ এলো যদিও দিন তিনেক পরে
ঘুমন্ত ভোরে,
বৃষ্টি হলো না অঝোর ধারে।

যেমনটা করে প্রেয়সীর দল ;
নির্দিষ্ট সময়ে কচ্চিৎ এসে ডানা কাটা এক পরীর বেশে
কথার চেয়ে বেশি চাতুরী করে
অজুহাত দিয়ে করে ছল।

আর তাতে যাতে বিগলিত হয়ে বিচলিত হয় প্রেমিকের মন
কবরীতে গোঁজা করবীর রাশি
ছুড়ে ফেলে দিয়ে হয়ে এলোকেশী
পুঞ্জীভূত মেঘের মত মেলে ধরে প্রবাহিত হাওয়ায়
সামন্য ঝরায় চোখের জল।