ভাব বিনিময়
অরুণ কারফা

ওকে জিজ্ঞেস করলাম,
-তুমি কথা বলতে পার?
                             - না।
-শুনতে পার?
                              - না।
-তাহলে আমার কথা গুলোর উত্তর দিচ্ছ কী করে?

           সামান্য মুচকি হেসে বলল তখন সে শেষে :

-কেন, আমার অঙ্গ প্রত্যঙ্গে যারা প্রাণ সঞ্চারিত করে, সেই পাখপাখালির কলকাকলি আমায়
প্রতি পদে পদে বোঝায়
                    ¬ তোমাদের আকাঙ্ক্ষা অভিলাষা
                         আর প্রেমের শাশ্বত ভাষা¬,
যখন তোমরা তাদের গানে গুণমুগ্ধ শ্রোতা হয়ে
যার পর নাই কর উচ্চ প্রশংসা।