ভাবের আদান প্রদান
অরুণ কারফা
জগতে কোনো কিছুই পাওয়া যায় না
বিনামূল্যে তাই,
সবিনয়ে নত মস্তকে প্রথম সুযোগে
তাকে জানাই -
যদি কচ্চিৎ মনে হয় এমন
দেওয়ার মত উপঢৌকন,
আমার হৃদয়ও করে ধারণ
তবেই দিও
বিনিময়ে তার, ভালবাসা উপহার ।
যদি মনে হয়,
ছোট্ট এ পরিসরে
আলো বাতাস দিতে হবে অপারগ
অন্ধকারাচ্ছন্ন হৃদয় খানা,
কিচ্ছু ভেবোনা, তোমার জন্যে আছে সেখানে জোনাকির দল একমনে সমানে
মেলে দিতে তাদের একসাথে ডানা।
আর যদি মনে হয়,
দম বন্ধ হবার হবে জোগাড়
বদ্ধ হাওয়ায় একলা বিজনে,
তবে বলে রাখি কানে কানে :
দলে দলে ভ্রমর পেলেই খবর
হেলে দুলে আসবে যুগলে
সুবাস নিয়ে
রজনীগন্ধা ফুটলে বাগানে।