আলোর চেয়ে বেশি গতিতে
অরুণ কারফা
চেয়েছিলাম কেয়া পাতায় খেয়া গড়ে মাঝি হয়ে মহাকাশে
হেসে হেসে ভেসে বেড়াতে হাল ধরে,
আর, নক্ষত্র থেকে নক্ষত্রে যেতে
কারণ, বিগত-বন্ধুকে পেতে হলে যেতেই হত নিবিড় ব্রহ্মাণ্ডের বিজন কোলে
এবং তাই,
পূর্বপুরুষদের শুভাশীষ নিয়ে রওনা দিলাম এক সকালে
একাই।
কেন সকালে ???
কারণ, অনেক কষ্ট করে আলোকবর্ষ দূরে, যেতে হলে অজানা অচেনা নিশ্চিহ্ন নির্জনে
আলোর গতির মতই জোরে পৌঁছতে হত
থাকতে থাকতে আলো সেখানে।
ভুল হয়েছিল হয়ত একটু অনুমানে উৎকণ্ঠা থাকায় মনের কোণে
তাই, আলোর চেয়েও বেশি গতিতে এককালে পৌঁছে গেলাম মান্ধাতা আমলে
----তখন যখন হয়নি তার আগমন সেই মায়াময় ছায়াপথে,
তারও আগে, আচম্বিতে।
ভাবলে এখন খারাপ লাগে, স্মৃতি যখন কাঁটা দাগে,
ফিরতে হল শূন্য হাতে
বিফল মনোরথ,
তাই এরপর, আর যাব না নিয়েছি শপথ
ভাঙ্গতে হলেও ভেঙ্গে স্বপ্নে প্রয়োজনে মাহেন্দ্রক্ষণে। ।