প্রেমের নাগপাশে
অরুণ কারফা
বসন্ত কি আসে স্বেচ্ছায় পলাশে?
নাকি, তমালের শাখে কোকিলের ডাকে এসে বিপদে ফেলে প্রেমীকে,
প্রেম করে যে পড়ে বিপাকে;
এ এক এমন সমস্যার ধরণ, যার থেকে নেই কোনো নিবারণ।
জেনেশুনে ঢিল মারা মৌচাকে।
প্রেম তো এক অর্থে স্বাধীনতার হরণ....
একবার ভুলে চড়লে শূলে, পাওয়া গেলেও ভালো বিকল্প তখন
নিস্তার নেই সে ভালবাসার থেকে...
নাগপাশে যে বেঁধেছে তাকে সমস্যা জর্জরিত জীবনের বাঁকে
আর, শপথ নিয়েছে চলবে সাথে কন্টকময় বন্ধুর পথে বিঘ্ন বিপদ এলেও আমরণ।
পুরনো হলেও মধুচন্দ্রিকা যাপন।