জ্ঞানের আলোকে
অরুণ কারফা

আচ্ছা, আমরা কি জানি
সর্বক্ষণই দেখছি যা
পুরো নয় তা,
আকাশের অর্ধেকটা,
               বাকিটা আছে অন্ধকারে ঢাকা,
                অনেকটা যেমন প্রেয়সীর  মন
কত কী আছে লুকিয়ে রাখা।

হ্যাঁ, এসব সত্ত্বেও সাধারণতঃ
                      জোরে জোরে বলি গর্ব করে
তার চিত্ত আকাশের মত উন্মুক্ত,
ঝলমল করে দিনের বেলায়
জন সমক্ষে সূর্যালোকে ,
           হয়ত জানি না
           নয়ত মানিনা
বাইরের অর্ধ পেলেও দেখতে
মনের ঠিকানার হদিশ পেতে  
                   আমার মনের জ্ঞানের আলো হবে জ্বালাতে। ।