মন্ত্রমুগ্ধ
অরুণ কারফা
জলে ভিজলে তবু
শুকিয়ে নেওয়া যায়,,,
কিন্তু, জ্যোৎস্নায় ভেজা আঁচলটাকে
শুকাবে তুমি
রাত্রে কীভাবে?
সে তো প্রেম রসে সিক্ত তাই
বিরহ ছাড়া মুক্তি নাই।
মেঘের আঁচল ঢাকলেও জ্যোছন
চমক দিয়ে বিদ্যুৎ যেমন
আঙ্গুল দিয়ে চোখকে দেখায়
কেমন সহজে ....
খাঁজে খাঁজে আর ভাঁজে ভাঁজে
শাশ্বত প্রেমের বাণী বিরাজে
যুগলকে জোড়ার মন্ত্রের মতন।