অতৃপ্ত অনুরাগ
অরুণ কারফা

শীত কালে নরম রোদের মত    আহা যদি ওর পরশ হত  
             একথা ভাবলেই ও আমাকে
ভিজিয়ে দিয়ে করত সিক্ত, মরিচীকার জলের মত এক পলকে।

তাই, নাম দিয়েছিলাম ওর আমি শান্ত মরীচ
অনুভব করে তিলে তিলে স্নিগ্ধ প্রেমের ছোঁয়ায় জ্বলে
অতৃপ্ত অনুরাগের জ্বালাকে ।