আভিজাত্যের উড়োজাহাজ
অরুণ কারফা

নতুন করে নেইকো বলার
ডানা ঝাপটাতে না পারলেও তার
আকাশের ডাকে সাড়া দেয় তাই
উড়োজাহাজ পায় সমীহ সবার ...

                আর সেই যুক্তিতে, যেমনই হোক সে দেখতে
তোমার আমার বাড়ির মেয়ে
সব সময় সুন্দর
কাজের মেয়ের চেয়ে,
......... এ নিয়ে কি আছে অবকাশ  
তর্ক করার?

হ্যাঁ ঠিক তাই,
   উঁচুতে থেকেও মেঘের কাছে
   থাকি যেন আমরা এমন ভাবে
জল না লাগে গায়ে পাছে ,
    আর,  তাদের জন্যে কলম ধরে লিখি অনেক কায়দা করে,
--যারা পৃথ্বীর বুকে
          ঘাম ঝরিয়ে অনায়াসে, চড়া রোদে ভাদ্র মাসে, ফসল তোলে ধানের ক্ষেতে
           তাদের চেয়েও আমরা বেশি
ভালবাসি
           শিশির পড়লে নরম ঘাসে।