নিভু নিভু দীপ
অরুণ কারফা


বলেছিলাম তারে
                  বিতান থেকে পেড়ে  
এনে দেব একদিন সাঁঝে উপহারে
                   মধুমঞ্জরী ফুলের গুচ্ছ,
জানতাম না তখন, এ হেন ভূষণ
               তার সমক্ষে নগণ্য তুচ্ছ।

নীল চোখ দেখে ভেবেছিলাম তারে
সক্ষম হলে নিয়ে যাব দূরে
বহু দূরে...
অখণ্ড অবসরে....
নীল সাগরের একান্তে পাড়ে ,
পিছিয়েছিলাম এই ভেবে তবে
ঢেউ দেখে মন হলে উচাটন,
আমাকেই যাবে এই পাড়ে ছেড়ে।

চাঁদ ভালবাসি, আর ভালবাসি জ্যোৎস্না মাখানো মধুর হাসি,
       সে কথা বলতে চলতে চলতে
হঠাত হেসে এক চিলতে
দিশা বদল করে
সেইইইইই যে গেল চলে,, ,,, ,,,
মুষড়ে গেল মনটা যেমন
নেভার আগে সলতে ওঠে জ্বলে ।