চোখে ধুলো
অরুণ কারফা
জন্মের সময় ডানা ছিল
অচিনপুরে উড়ে উড়ে ঘুরে বেড়াবার
ইচ্ছে ষোলো আনা ছিল।
পদ্মলোচন না হলেও প্রকৃত শোভন দেখার মতন ক্ষমতা ছিল
তাই, বোধহয় মনের গভীরে কামনাও ছিল।
শ্রবণ শক্তি সীমিত হলেও
বিজলীর চমক মেঘের গমক তার সঙ্গে নূপুরের ঠমক
এই নিয়ে প্রিয়ার উদয়
হলেই সেই রঙ্গমঞ্চে যৌথ অভিনয় করার বড্ড বাসনা ছিল।
ঠমক ছাড়া আর বাকিরা উপস্থিত থাকায়
আছি এখন বিচিত্র দ্বিধায়
সে কি আসবে সেই বসন্তে যখন থাকবে না এই রঙ্গালয়
বইবে প্রেমের জোরালো হাওয়া চারিদিকে উড়িয়ে ধুলো।।