সিঞ্চিত ভালবাসা
অরুণ কারফা

যৌবনে, উথলে উঠলে প্রেম প্রাণে
বিজ্ঞজন থাকে সন্ধানে
এমন এক বট বৃক্ষের,
অমাবশ্যায় তলায় যার অদৃশ্য বয় অন্ধকার ;
তাই, প্রেম নিবেদন করলে সেখানে
একজনকে অন্যজনে বোঝে শুধুই মেধার ঘ্রাণে
পরিচয় হয় ব্যবহার তার।

আভরণ ,আভূষণ, পার্থিব ধন সব কিছুকে ছাপিয়ে মন
ফেলে ছাপ এমন মনে
পূর্ণিমাতেও তেমনই আবার,
জ্যোৎস্না ঝ'রে অবিরত বট গাছের ঝুরির মত
প্রেমকে করে স্নিগ্ধ সমানে।