স্বপ্নচারী
অরুণ কারফা
প্রতিশ্রুতি জাগিয়েও কাঁড়ি কাঁড়ি
পারলাম না হতে পথচারী
সঠিক পথ প্রদর্শক না পাওয়ায।
অবশ্য, পথ জানি না, ভাবে কিনা
এই নিয়ে,
ব্যাপারটা কিন্তু আমায় ভাবায়।
হ্যাঁ , বন্ধুত্ব ছাড়াও বন্ধু পাওয়া যায়
সময়টা যখন বেশ ভালো যায়,
কণকণে ঠাণ্ডায় ঝকঝকে রোদও
শিরশির করা আবেশ জাগায়।
তবে এক বিষয়ে সাবধান হতে
পারলাম না যেন কিছুতে ;
যখন দিনের আলোয় ভালোয় ভালোয়
ন্যায্য দাবি মানে না শোষক,
তখন পেতেই নরম তোষক
প্রতিবাদের বাণী করতে উচ্চারণ
আঁধারে করি স্বপ্নে বিচারন।।