দু নৌকায় পা
অরুণ কারফা
মতের অমিল ছিল বলে
তার সঙ্গে আর সকলে, দেখা হলেও মিলত না গলে
তা সত্ত্বেও,
তারপরেও, আমি কিন্তু, পথ চলেছি কথা বলেছি গান গেয়েছি
এক সঙ্গে সুর বেঁধেছি
যদিও বাসা বাঁধতে আশা দেখাতে পারিনি ভালবাসার
কারণ,
গণতন্ত্রের গলার বিরূদ্ধে
গণরোষের সঙ্গে গলা ফাটিয়ে পা মিলিয়েও
ক্ষমতার খুব কাছে গিয়েও
অপব্যবহারে অক্ষমতা দেখিয়েছি।
কিন্তু, যেই না, দু নৌকায় দিল সে পা
বলিষ্ঠ স্বরে 'আর না'
বলে, একসঙ্গে এগোতে পারিনি,
তবে কি তা দুর্বলতা!!!!