বৈতরনীতে ডুবে যাওয়া
অরুণ কারফা

অসময়ে আগে অনিয়ন্ত্রিত আবেগে,
                বর্ষার আশায় ব্যাঙের বিয়ে দেওয়া ;
অথবা ভালবাসার আশায় ভালো বাসা বানিয়ে
              তেনার অপেক্ষায় রাস্তায় ধর্ণা দেওয়া
এই দুটোরই  চাওয়া মানে, কে না জানে
খরা কাটিয়ে বন্যা ডাকিয়ে
স্বপ্নের তরী তাতে ভাসিয়ে
                                  বৈতরনীতে ডুবে যাওয়া।