বিকৃত চিত্র
অরুণ কারফা

তখনই হয়  বন্ধুর পরিচয়
বিপত্তি যখন দোর গোড়ায় দেখে চতুর পাততাড়ি গুটায়
আর , অন্ধকারে পথ দেখানো সহস্র শত তারার মত কিংবা
প্রচণ্ড গরমে কচি কচি দুব্বো ঘাসের মত নব্য মস্তক উন্নত
গনগনে রোদে ফিনফিনে চেহারায় সে এসে পাশে দাঁড়ায়।

তবে কী, এসব খুব ভালো লাগলেও ভাবতে
গ্রীষ্ম বর্ষার এক ঘেয়মী কাটাতে শরত এলে
ঘাসে যেমন প্রাণ থাকলেও দুলে দুলে
বহিঃপ্রকাশ করে না তা বুক ফুলিয়ে,
তেমনই সুপ্ত মিত্র তার চরিত্র প্রকাশ করে মানুষ যখন মানুষের উপর বিশ্বাস ফেলছে  হারিয়ে
ভালো মন্দ সম্বন্ধে সামগ্রিক চিত্র দিন দিন যাচ্ছে গুলিয়ে,
মনটাও যাচ্ছে তিলে তিলে এক নাগাড়ে বিষিয়ে,
ভালো কিছু আর দেখতে না পাওয়ার নিরাশায় ডুব দিয়ে এঁদো ডোবায়।