শিক্ষার প্রসার
অরুণ কারফা
ওকে দেখেছিলাম....
অন্ধকারে ছায়ার মত,,,,,,
জ্ঞানচক্ষে পরশ বুলিয়ে
নিরক্ষরতা ডিঙ্গিয়ে
কোমর দুলিয়ে ঠোঁট ফুলিয়ে
কিশোরীর মত অধ্যয়নরত।
তাই ভেবেছিলাম.....
দিতেই যদি হয় এ মন,,,,,
বসন্তে কোকিল ডাকার আগে
চিত্তে যখন কামনা জাগে,
ভোরের আলো ফুটিয়ে তখন
খবরটাকে রেখে গোপন
অধরে দেব রাঙ্গা চুম্বন।
কিন্তু, চকিতে দিয়ে ভেস্তে
আলোই ছড়োলো সেই বার্তা
চতুর্দিকে বিদ্যুতের মতন।