রাজনীতি
অরুণ কারফা
নিতান্তই ছেলেমানুষী করে উঁচু গাছটার ডালপালা ধরে
লতা ভেবেছিল চূড়ায় উঠে তারই লুঠে,রাজত্ব করবে ছড়ি ঘুরিয়ে মনের সুখে মাথার উপরে।
তা, সেখান গিয়ে সে যা দেখতে পেল ;
দল বেঁধে শকুন গুলো ফুটে না ফুটতেই ভোরের আলো ঝাঁপিয়ে পড়ে শিকারের 'পরে করলেও সারাক্ষণ মারামারি
ঘরে ফিরে গাছের চূড়ায় থাকছে এক সঙ্গে কুলায়
রাত্তিরে করে জড়াজড়ি।