জীর্ণ কুটীর
অরুণ কারফা
কী হত যদি
চোখ বুজেও দেখতে পেতাম
নয়ন মেলেও দেখছি না যা
কিন্তু ঘটেই চলেছে সমাজে
সবার সমক্ষে নিরবধি ?
স্বপ্ন তখন বাস্তব হত....
শূন্য গোলা পূর্ন করে
সবার পেটে অন্ন ভরে
নিষ্পেষনের রথের থামিয়ে গতি?
বিবেকের ঘরে কৈফিয়তের ডরে
খিল দিয়ে মুখ লুকোতে হত না
আলোয় ভরত জীর্ণ কুটীর।