জটিল অঙ্ক
অরুণ কারফা
আচ্ছা, কেন এমন হয়
না হলেই কি নয়?
আজীবন সাথে সময় কাটাতে সৌন্দর্য মনের হয় প্রয়োজনের
জেনেও মানুষ আবদ্ধ হতে বিবাহ বন্ধনে
সুন্দরী খুঁজে যায় প্রাণপণে
আর তারপর, সংঘাত হলে প্রতি পদে প্রতি ক্ষণ
বুঝতে পারে মনের মিল বিনা চলেনা খুঁড়িয়ে জীবন।
ঠিক তেমনই,
অধিক অর্থ অনর্থের কারণ
জেনেও খোঁজে এমন জন
বিয়ের সময়,
যাতে মনে হয় কোনো মতে , অভাব যেন ভুলেও না এসে উঁকি মারে চলার পথে,
আবার হলে মতের অমিল
তখন ভাবে এ'চেয়ে বোধহয় ভালো হত, দুমুঠো খেয়েও দুবেলা যদি শান্তিতে বাস করা যেত।