বিড়ম্বনা
অরুণ কারফা
তার ডাকনাম যে লাবণী, সে কথা আর বলতে হবেনা, সবাই জানি;
কিন্তু, যা পরে জানলাম, আগে জানতাম না,
ভাল নাম খানা সুরঞ্জনা।
তাই লাবণী আর সুরঞ্জনা একসাথে যখন যায় দুজনা
ধন্ধে পড়ে যাই...
কার সঙ্গে কথা বলব না, কার সাথে প্রেম করব না
কার সাথে হয়ে গেলেও দেখা, ভুলেও এড়িয়ে চলব না।
কারণ লাবণী বলে ডাকলে যে দেয় সাড়া
এক ডাকে চেনে সারাটা পাড়া
আর, সুরঞ্জনা বইয়ের পোকা, পড়ার সময় দিলেও টোকা
কোনো কথাই তার কানে যায় না।
লাবণী গায় আচম্বিতে
গণসঙ্গীতে, গলা ছেড়ে দিয়ে সুর তাল লয় না মিলিয়ে
আর সুরঞ্জনা, আসন পেতে এক মন দিয়ে
তান করে যায় একহাতে নিয়ে রুদ্র বীণা।
তাই ভাবি কে হবে সেই ভাগ্যবান
যার সাথে হবে তার বাগদান
একই অঙ্গে এত গুণ পান করে যে পাবে নতুন মনের মত আস্তানা। ।