পথভোলা প্রেমিক
অরুণ কারফা
সেদিন তমসে
অন্ধকারের সঙ্গে মিশে ছদ্মবেশে
শিশির কণা বুঝতে পারল ভুল হয়েছে যতক্ষণে
গোলাপ বাগানে যাবার দিশে হারিয়ে গেছে ততক্ষণে।
অবশেষে তাই বোধহয় সে
না পেয়ে কাছে অট্টালিকার বাগান খুঁজে ...
একটা সাদামাটা ফুল যে ছিল তখনও বনের কোণে চোখ বুজে
পড়ল তারই শ্বেত শুভ্র ধবল সরল ক্ষুদ্র মুখে,
..... আস্তে আস্তে হাওয়ায় ভেসে।
বলল না কিছুই অভিমানী মুখটি তুলে অধর ফুটে,,,,
ভাবল কিন্তু তবুও ক্ষণে আপন মনে
পথভোলা কোনো প্রেমিক জন
না পেলেও মন মনের মতন
কাউকে না কাউকে বাসবেই ভালো
কপালে যখন গেছেই জুটে।