তার কথা
অরুণ কারফা

আমার কথা বলব ক্ষণে
স্মৃতি যখন আসছে  মনে
     এক নিঃশ্বাসে তার বলে যাই,
বিনম্রতার আড় না টেনে।

নদীর পাড়ে কাশের ঝাড়ে
                হারালে আমি ইচ্ছা করে,
ঝিঁঝিঁ পোকাদের শুনে আহ্বান;
        সে ব্যতিরেকে অভিসারে
অন্য কেউ এসে বাসরে, যদি করে যোগদান
---এই ভয়ে ফাঁকা আসরে,
খুঁজতে খুঁজতে হত হয়রান।

আর সাঁঝ থেকে ভোরের মধ্যে
যেসব
চলত মাঝে ঘটনাবলী
একান্তই ব্যক্তিগত তাই, সেসব যদি নাই বা বলি ,
            চাঁদ উঠুক বা না উঠুক,
উপচে পড়া জ্যোৎস্নায় তার
মুখমণ্ডল দেখতে আমার
সুবিধাই হত অন্ধকারে ।

আবার,
জ্বলে ওঠার ফাঁকে ফাঁকে
             জোনাক যখন করত তাকে
সূরলোকের দেবীর মত
            প্রতিবাদী রাগান্বিত,
চমকিত হতাম আমি
বারে বারে, একাধারে।