প্রসব যন্ত্রণা
অরুণ কারফা
ভাবছিলাম সারাক্ষণ
অবাক হয়ে;
তবে কি
যেমনই হোক দেশী বিদেশী
মৌমাছি ভালবাসে বেশি
সদ্য ফোটা পদ্ম ফুল দিঘীর বুকে
সাদা ধবধবে, লাল টুকটুকে,
হাওয়ার কোলে দুলছে সুখে ,,,,
আমার চেয়ে।
তা কী করে হয়....
সারাদিন মন দিয়ে এত
পাহারা দি অবিরত
আসলে, ভাল না বাসলে
এমন কি করা যায় সতত...
বোঝার কী উপায় আছে তাহলে, বলো তো?
হ্যাঁ , সে অবশ্যই ফুলকে ভেবে সর্বস্ব
সকাল থেকে সাঁঝ পর্যন্ত
সময় দিয়েও হয় না ক্লান্ত,
কিন্তু, হুলের যন্ত্রণা ফুলের কিনা লাগে বেশ মনের মত!
নাহলে, কেন যে সে থাকে অনিমেষে অপেক্ষা করে ভালবেসে পথ চে'য়ে
মৌমাছি কখন আসে ধেয়ে
ব্যপারটা কি কম মনে হয় , প্রসব যন্ত্রণার চেয়ে?