বিবেকের সংজ্ঞা
অরুণ কারফা
21.04.23

আমাদের মাঝে ছিল বোঝা পড়া....   .....   ....
              একের হলে পদস্খলন
... করে সাবধানী বাণী উচ্চারণ ...
                নাড়বে অন্যে
বিবেকের দোরে কড়া।

হলটা কী আসলে বলি তাহলে সে বার ,,,,,,,
নেড়েও ছিলাম বেশ জোরে কড়া তার বিবেকে আমিও ক'বার
,,,,  ,,,,,
যখন ভেবেছিলাম আমার মতে,
          আত্মীয় স্বজন পড়লে বিপদে
     সে চলে যায় সমাজের কাজে ;
,,,, আর,,, তাই দেয়না সেভাবে
নাড়ীর ডাকে সাড়া।

ভাল করে ভেবে বুঝলাম পরে,
নীতির ফারাক বিবেকের মাঝে
কত সহজে দূরত্ব গড়ে ,,
                  আত্মীয় জনে টেনে বৃত্ত
আমরা করি দায়িত্ব সীমিত ,
        আর, তার মত জন হলে প্রয়োজন
গণ্ডি করে অতিক্রমন
         বৃহত্তর কর্মে নিয়োজিত হয়
         চলে বিবেকের দ্বারা।