ছলনাময়ী
অরুণ কারফা
ফুলের মতন চেয়ে মন,
সুঘ্রাণ পেয়ে জানলা দিয়ে
দেখতে পেলাম উড়ে গিয়ে
ঢেউ তুলছে গুনগুন করে একগুচ্ছ মৌমাছির দল;
আর তাতেই পারলাম বুঝতে
আশেপাশে ছদ্মবেশে
লুকিয়ে থেকে ফুলের বুকে কেউ করছে আমার সাথে ছল।
ধরে তাকে সাতপাকে
বাঁধতে ছুঁড়লাম এক ফাঁকে.....
রাগ রাগিনীর মালা দিয়ে
মনের কোণে যত্নে বানিয়ে
দক্ষ বাঁশির সূক্ষ্ম সুরের জাল ;
আর, সেটাই হল কাল।