সোহাগ
অরুণ কারফা
পথ হারালাম মেঘের দোষে;
অনুসরণ করতে করতে
পা টিপে টিপে তাকে,
হাঁটছিলাম বেশ অক্লেশে পথ ভোলা পথিকের বেশে,
যতক্ষণ না হঠাৎ করে অচিনপুরে গেল উড়ে
ঝোড়ো হাওয়াকে ভালবেসে।
বুঝতে পারলাম কী জন্যে
ঘর পোড়া গরুর মনে জন্ম নেয় অজানা ভয়
সিঁদুরে মেঘ দেখে দূরে,
অথবা মনের কোণে চটজলদি এলে কণে
ডালি ভ'রে সোহাগ করে।