আমরা সবাই লাশ
অরুণ কারফা


নদীর বুকে এঁকে বেঁকে
সকাল বেলায় নিরুদ্দেশে
যাচ্ছিল বয়ে স্রোতে ভেসে
ছোট্ট একটা লাশ।

এক নাগাড়ে তাকিয়ে থেকে কচি মত মুখটার দিকে
       হাঁটতে হাঁটতে সমান তালে
       তাকে নিয়ে সমান্তরালে
ভাবছিলাম খানিক বিড়বিড় করে ,
ওটা কি কোনো
      ~ লাশের শিশু ~
নাকি শিশুর একটা লাশ।

আচম্বিতে, বিকেলের দিকে
খবর কাগজে পড়ল চোখে,
           গর্ব করে ডেকে ডেকে
           সবক'টা দল বলছে হেঁকে
ও অন্য কারুর নয়
আমাদের দলের সদস্য
আর,,,,, সে কী উল্লাস!!!!!