অহংকারী অন্ধকার
অরুণ কারফা


সেদিন, জানলা খুলতেই হুরমুর করে
ঢুকে পড়ল বসার ঘরে
                  একপ্রস্ত বিনম্র অন্ধকার,
আর তাতেই জন্ম হল যত সমস্যার,
বোঝা গেল না
কোনটা বাইরের আর, কোনটা আমার নিজের বাসার।

তবে এ বুঝলাম
ধরে ধরে বুঝতে গেলে পার্থক্য করে
                দেখতে হবে আলো জ্বেলে
দিয়াশলাই খুঁজে
                 যা নয় সম্ভব অন্ধকারে,
তাই , একটা কথা মাথায় রেখে শেষ পর্যন্ত
         চিনতে পারলাম খুঁজে দেখে:
    আর তা হল,
    পুঁথিগত শিক্ষা পেয়ে
যেহেতু ভাবতাম নিজেকে অন্যের চেয়ে
  এগিয়ে থাকা পদবীধারী,
আমার বাসার অন্ধকারটা
ছিল অন্তহীন অহংকারী।