বর্ষার শাহজাহান
অরুণ কারফা

অনেক দিনের পরে যেন নেমে এসেছে অঝোর ধারা
জন জীবনে জাগিয়ে সাড়া
সত্যি মিথ্যে ঠিক জানিনা বোধহয় বেশিক্ষণ থাকবেনা
এসেই দিচ্ছে ফেরার তাড়া।

ফিরে আসতেই পড়ন্ত যৌবন দিগন্ত পানে চে'য়ে বন
কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দে আজ আত্মহারা।

আর, প্রেমিকদের ঠিক কী অবস্থা;
সারাটা দিন ধরে বসে বসে থেকে ঘরে চিন্তার 'পরে মরচে ধরে
        জানলা খুললে সিক্ত বাতাস
           মেলে ধরে আবদ্ধ আকাশ
তার দিকে তখন দেখে একটাই কথা মনে পড়ে :
তা'লে ব্রহ্মাণ্ডে কেউ নয় স্বাধীন,
   যে বিচরণ ক'রে তার 'পরে  জীবন চক্র ধারণ করে
তারই দ্বারা বেষ্টিত হয়ে
অবস্থা ঠিক চিরপ্রেমিক গৃহবন্দী শাহজাহানের মতন।