রোজনামচা
অরুণ কারফা


প্রতিদিন সেই এক কাণ্ড,
          সারা দিন জ্বালিয়ে পুড়িয়ে
          সূর্য যেই ফিরে যায় ঘরে
ব্যস্ততা আর ভাল লাগে না ,,,,,
          ঠিক তখন কর্ম এসে প্রশ্ন করে
অনেক তো গেল খাটা খাটনি
              এবার কি আমি থামব?

আর রাত্রি, যে গেছিল অজ্ঞাতসারে  কানের কাছে ফিসফিস করে
গলা নামিয়ে লাজুক স্বরে
বলে : এই তে সবে সন্ধ্যে এসেছে
         একটু সময় দাও তার সাথে
এরপরেই আমি নামবো।