দর্প ভঙ্গ
অরুণ কারফা

দর্শনহীন মানুষের পতন দেখে, বেছে নিয়ে পথ আত্মহত্যার
দর্পন তার
দর্প করে দিয়ে চুরমার...
প্রমাণ করল সকলেই নয় বেহুঁশ কাপুরুষ;
         ছোট্ট কিন্তু সৌন্দর্যমণ্ডিত ব্রহ্মাণ্ডের মাঝে নক্ষত্র খচিত
         সপ্তমাশ্চর্যের মধ্যে গন্য না হলেও সপ্তমাশ্চর্যের বাসভুমি যার  
        সেই অপরূপ শ্যামল সবুজ শত কোটি অবুঝ প্রাণের বাহক
রত্নে সজ্জিত এই দুনিয়ার।

আসলে ক্রমাগত সে
মুখোশ পরা মানুষের মুখ দেখে এত
বীতশ্রদ্ধ হয়েছিল যে শেষে ,
ভাবল তাকে আর কীভাবে বোঝানো যাবে ,
এইভাবে করলে পরিবেশ নষ্ট
ব্যপারটা খুবই স্পষ্ট
পরিনামে সে, হবে এ ভবে, এক অসহ্য বোঝা' নীরবে ।।