সমালোচনা নৈব নৈব চ
অরুণ কারফা
28.04.23
স্বপ্ন গুলো বাঁচাতে গিয়ে
এত নির্ঘুম রাত হয় যাপন...
সেসব কথা বলতে গেলে
বাস্তবকে পায়ে ঠেলে
স্বপনকে করতে হবে আপন।
আসলে আমরা বড্ড বেশি
তার কথা বলতে ভালবাসি
যার সঙ্গে পাই মনের মিল,
আর পারি করতে আনন্দ বন্টন,
অসঙ্গতি দেখলে পড়ে
সামান্যতম ছুতো গড়ে
দরজায় দিয়ে খিল,
যৎদূর পারি করি পলায়ন।
আর সমালোচনা,,,,
কিছুতেই সয় না,,,,,
কে জানে খুঁড়লে কেঁচোর ঘর
যদি পাওয়া যায়,
সাপ তার ভিতর।