ধর্ম সঙ্কট
অরুণ কারফা
চোখ রেখে প্রেমের আয়নায় সাজিয়ে মনের কোণে গয়নায়
ভেবেছিলাম পেয়ে গেছি মনের মানুষ এক্কেবারে প্রথম বায়নায়
যতক্ষণ না বুঝতে পারলাম নেশার ঘোরে
চাঁদ দেখছি মাথার 'পরে
যুঝছে যখন তৃতীয় বিশ্ব আর্থিক যুদ্ধের অমাবশ্যায়।
তাই বলে কি প্রেম নিবেদন থাকবে অন্ধকারে ততক্ষণ;
যতক্ষণ না হচ্ছে ফয়সলা
যুবক যুবতীর জান কয়লা করে ভর সন্ধ্যা বেলা
মহাজাগতিক শশীকলা কাদের কথায়
সম্মত হয়ে নীরবতায়, অসংখ্য জনের জীবন নিয়ে করছে খেলা অবহেলায় ।