বিশ্বাসযোগ্যতা
অরুণ কারফা


যে কথায় কথায় বলে সে বড়লোক হলে  
বইয়ে দিত দুধের বন্যা দুর্ভিক্ষে আকালে,
         তাকে যদি বলা যায়
         এখন যা তোমার আয়
কিয়দংশ তার মাঝ থেকে পারো যদি দিতে ডেকে
তোমার চেয়েও দরিদ্র যে সম্মানের সঙ্গে তাকে,
তখন শোনা যায়, প্রায়ই সে বলে
"তাই হয় শেষ কালে, যার যা আছে কপালে" ।

খুউব সাবধান, এই ধরণের লোকের থেকে
কারণ, কেউ যদি গলা উঁচিয়ে বলে
জ্যোৎস্নায় ভরাব অমাবশ্যার কালে,
কতটা গুরুত্ব যায় দেওয়া তার ডাকে  
   যখন শিয়রে সংক্রান্তি আর,
   তিল তিল করে গ'ড়ে ভাণ্ডার
এগোচ্ছে সবাই লড়াই করে ,
পারস্পরিক সহযোগিতার বলে।